
তোমার প্রেমে
প্রথম স্তবক:
তোমার প্রেমে বেঁধে গেছি আমি,
পথের ধূলিতে, মেঘে ছাওয়া,
নীল আকাশে, ঝরেছে চাঁদ,
তোমার নামেই গাঁথা সুখের গান।
কোরাস:
তোমার প্রেমে, আমার জীবন,
তোমার আঁচলে, হৃদয় বেঁধে,
বিধির খাতায়, লিখেছি তুমি,
তোমার প্রেমে, আমি চিরকাল।
দ্বিতীয় স্তবক:
চোখে চোখে, জ্বলে উঠেছে প্রভাত,
হাওয়ায় উড়ে আসে তোমার সুর,
মৃদু বাতাসে গানের ঝঙ্কার,
তোমার হাসিতে ভরে যায় এই দুনিয়া।
কোরাস:
তোমার প্রেমে, আমার জীবন,
তোমার আঁচলে, হৃদয় বেঁধে,
বিধির খাতায়, লিখেছি তুমি,
তোমার প্রেমে, আমি চিরকাল।
ব্রিজ:
গোলাপের মতো তোমার মুখাবয়ব,
স্বর্ণালী রোদে জ্বলছে হৃদয়,
তোমার প্রেমে, আমি একমুখী,
পথ না জানা, শুধু তোমায় চাহি।
কোরাস:
তোমার প্রেমে, আমার জীবন,
তোমার আঁচলে, হৃদয় বেঁধে,
বিধির খাতায়, লিখেছি তুমি,
তোমার প্রেমে, আমি চিরকাল।
আউট্রো:
তোমার প্রেমে, আমি চিরকাল,
তোমার প্রেমে, আমি চিরকাল।
- #BengaliSong
- #NewBengaliSong
- #BengaliMusic
- #BengaliPoetry
- #ModernBengaliSong
- #BengaliRomanticSong
- #BengaliLyrics
- #ChirodinerAlo
- #BanglaSong
- #BengaliLoveSong
- #MusicForTheSoul
- #IndianMusic
- #BanglaMusic
- #BengaliArtists
- #NewSongRelease
- #BengaliPopSong
- #RomanticBanglaSong
- #IndianLoveSong
- #BengaliBallad
- #BengaliClassicalMusic